আটকের তথ্য জানালেও কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা তা জানাতে পারেন নি হরিরামপুর থানার ওসি।
Published : 05 Dec 2024, 01:08 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঢাকা থেকে আটক করছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকালে হরিরামপুর থানার ওসি মুমিন খান তাকে আটকের তথ্য জানালেও কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা তা জানাতে পারেন নি।
আটক গোলজার হোসেন বাচ্চু উপজেলার সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
ওসি মুমিন খান বলেন, “ঢাকা মহানগরের ডিবি পুলিশের একটি দল ঢাকা শহরের একটি বাসা থেকে সুতালড়ি ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চুকে আটক করে।
“পরে ডিবি থেকে সন্ধ্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা বিএনপি সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগে হরিরামপুর থানায় একটি মামলা থাকলেও তিনি হাই কোর্ট থেকে জামিনে রয়েছেন বলে জানিয়েছি।”
এ বিষয়ে গোলজার হোসেন বাচ্চুর ছেলে সাদ্দাম হোসেন সেতু বলেন, মঙ্গলবার রাত থেকে তার বাবার খোঁজ পাচ্ছিলেন না। তার বাবার নাম্বারও বন্ধ পান।
পরে তার বাবা ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন বলে একটি নম্বার থেকে কল করে তাদের জানানো হয়েছে বলে জানান সাদ্দাম।