“মেয়েটি খাবার খাওয়ার সময় প্রতিবেশি উজ্জ্বল পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়।”
Published : 14 Jul 2024, 11:33 AM
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার একই গ্রামে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান।
গ্রেপ্তার ৪০ বছর বয়সী উজ্জ্বল মিয়া পাবই গ্রামের নুরু মিয়ার ছেলে। আর ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
ওসি দেলোয়ার বলেন, “বুধবার বেলা সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী। এ সময় তার মা বাড়ি ছিলেন না। তিনি অসুস্থ এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন।
“পরে মেয়েটি খাবার খাওয়ার সময় প্রতিবেশী উজ্জ্বল পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এ সময় মেয়েটি চিৎকার করতে থাকলে তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে উজ্জ্বল। পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় সে।”
মেয়েটির মা বাড়ি ফিরে আসার পর তাকে ঘটনাটি জানানো হলে শনিবার দুপুরে তিনি বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, ওই স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এবং উজ্জ্বলকে আদালতে জবানবন্দির জন্য নেত্রকোণা পাঠানোর প্রক্রিয়া চলছে।