১২ লাখ টাকার রুপা উদ্ধার মেহেরপুরে, আটক ২

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2022, 07:05 AM
Updated : 29 Sept 2022, 07:05 AM

মেহেরপুরের গাংনীতে ১২ লাখ টাকার রুপা উদ্ধার করা হয়েছে; যেগুলো পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক হয়েছে দুজন।

বৃহস্পতিবার সকালে উপজেলার করমদী মাঠপাড়া থেকে তাদের আটক করা হয় বলে গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান।

এরা হলেন-গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চককল্যাণ পুরের শওকত আলীর ছেলে রানা (৩৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ (২৫)।

ওসি বলেন, একটি বাইসাইকেলে করে রুপা পাচার করা হচ্ছে খবরে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দুজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।

“পরে তাদের মোটরসাইকেল জব্দ করে তল্লাশি করলে সিট কভারের নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় ছয়টি প্যাকেট পাওয়া যায়।সেখান থেকে ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়।”

প্রতিটি প্যাকেটের মধ্যে ছোট ছোট রুপার নাকফুল রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “এ সব রুপার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।”

এ ঘটনায় গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি রাজ্জাক।