ময়মনসিংহে তুলার দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগুনে দুটি দোকানের মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2024, 02:53 PM
Updated : 8 March 2024, 02:53 PM

ময়মনসিংহ নগরীতে দুটি তুলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে; যা প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার সন্ধ্যায় স্টেশন এলাকার মহারাজা রোডে ‘মেসার্স আল মদিনা মেট্রেস’ ও ‘কামাল মেট্রেস’ দোকানে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই দুই দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

দোকানগুলোতে লেপ, তোশক ও বালিশ তৈরি করে বিক্রি করা হত; আগুনে দোকানের মালামাল পুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মোফাজ্জল হোসেন।

আগুনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে ঘটনাস্থলে উৎসুক জনতা জড়ো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।