আলমসাধুর ধাক্কায় শিশু এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে চাপা পড়ে যুবক নিহত হয়েছেন।
Published : 03 Dec 2024, 11:44 PM
চুয়াডাঙ্গায় আলাদা সড়কে চার বছরের এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর সদর উপজেলার হিজলগাড়ি গ্রাম এবং জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমসাধু চালক সেলিম হোসেন (২৫) এবং জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজির মেয়ে রাফিয়া খাতুন (৪)।
জীবননগর থানার এস আই শাহিন আলম জানান, সন্ধ্যার পরও বাড়ির পাশে রাস্তায় খেলছিল রাফিয়া খাতুন। এ সময় ইঞ্জিনচালিত বাহন আলমসাধু তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
দর্শনা থানার এস আই অনুপ মুখার্জি জানান, রাতে সেলিম গাড়ি চালিয়ে সদর উপজেলার হিজলগাড়ি ও নেহালপুর গ্রামের মাঝ দিয়ে যাওয়ার সময় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়েন। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এস আই অনুপ মুখার্জি।