সিরাজগঞ্জে বিক্রির সময় ‘রাজ ধনেশ’ উদ্ধার, দণ্ডিত দুইজন

আতোয়ার হোসেনকে এক বছর ও শামীম আহমেদকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2023, 03:41 PM
Updated : 10 May 2023, 03:41 PM

সিরাজগঞ্জ শহরে বিক্রির সময় দুইটি রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়েছে; এ সময় দুইজন কারবারিকে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পৌরসভার বাজার স্টেশন এলাকায় বনবিভাগ ও ডিবি অভিযান চালায় বলে জানান সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রওশন আলী।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দণ্ড দেন নির্বাহী হাকিম পরাগ সাহা।

দণ্ডিতরা হলেন- বগুড়ার দুপচাচিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অছিমুদ্দির ছেলে আতোয়ার হোসেন (৫২) ও ময়মনসিংহ সদরের শস্যমালা পশ্চিমপাড়ার জামাল উদ্দিনের ছেলে শামিম আহমেদ (২৯)।

সিরাজগঞ্জ সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ খান বলেন, “পৃথিবীর সবচেয়ে মূল্যবান পাখি রাজ ধনেশ। বাংলাদেশে পাখিটি প্রায় বিলুপ্ত।”

তিনি আরও বলেন, “ইংরেজিতে ‘গ্রেট হর্নবিল’ এবং বাংলায় ‘রাজ ধনেশ’ বলা হয়। এটির বাসস্থান সিলেট, চট্টগ্রামসহ পাহাড়ি অঞ্চলে। চোরাকারবারীরা এটি শিকারের পর চড়াদামে বিক্রি করে থাকে। উদ্ধার হওয়া পাখি দুটি বনাঞ্চলে অবমুক্ত করা হবে।” 

ওসি রওশন আলী জানান, দুই বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আতোয়ার হোসেনকে ১ বছর ও শামীম আহমেদকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।