হাওরের ৩৬৫ কিলোমিটার বাঁধের মধ্যে ১৭০ কিলোমিটারের সংস্কার কাজ চলছে বলে জানায় পাউবো।
Published : 24 Dec 2024, 01:02 AM
নেত্রকোণায় হাওরে ফসল রক্ষা বাঁধ সংস্কার কাজ সময়মত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ‘হাওর বাঁচাও আন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি পালান করা হয়।
আন্দোলনকারীদের মধ্যে শ্যামলেন্দু পাল অভিযোগ করে বলেন, “সময় শেষ হতে চলেছে। এখনও পুরো পিআইসির কাজ শেষ হয়নি। এভাবে ঢিলেমি করে কাজ করলে হাওরের কৃষকেরা বন্যার হাত থেকে রক্ষা পাবে না।
তারা তাদের সোনার ফসল গোলায় তুলতে পারবেন না। এরকম শঙ্কার মধ্যে দ্রুত কাজ শেষ করার দাবি জানান তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া আসাদুজ্জামান তালুকদার বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে ব্যাপক দুর্নীতি, লুটপাট হয়েছে। এসব কারণে বন্যায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ বছর এখনও পিআইসি গঠনসহ মাঠ পর্যায়ে কাজ শুরু হয়নি।
পরে তাড়াহুড়ো করে যে কাজ সম্পন্ন করা হয়, তাতে কৃষক আর বন্যার হাত থেকে ফসল বাঁচাতে পারেন না।
সময়মত ফসল রক্ষা বাঁধ সংস্কার না করাসহ কোনো অনিয়ম-দুর্নীতি হলে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে অরবিন্দ ধর এবং শামীম আহমেদ বক্তব্য দেন।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান বলেন, হাওরাঞ্চলের ৩৬৫ কিলোমিটার বাঁধের মধ্যে এবার ১৭০ কিলোমিটার বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে।
“এর মধ্যে ১৬০টি পিআইসি গঠন করা হয়েছে। বাকি আরও ২০টি পিআইসি গঠন করা হচ্ছে। এ ছাড়া মাঠ পর্যায়েও দ্রুত কাজ করা হবে।”