স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সুরভীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের।
Published : 25 Nov 2024, 05:59 PM
বরিশালের হিজলা উপজেলায় তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার হত্যা মামলায় নিহতের স্বামীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ।
এর আগে রোববার রাতে ওই গৃহবধূর বাবার বাড়ি উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাঝেরচর আদর্শ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত সুরভী বেগম (২০) ওই গ্রামের সবুজ বাঘার মেয়ে। সুরভী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
গ্রেপ্তার পারভেজ চৌকিদার (২৫) ভোলার চরফ্যাশন উপজেলার ইউসুফ চৌকিদারের ছেলে।
ওসি আবুল কালাম আজাদ বলেন, “দুই সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে পারভেজ শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। রোববার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সুরভীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান পারভেজ।”
খবর পেয়ে রাতেই সুরভীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
পরে নিহতের বাবার বাড়ির অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে পারভেজকে আটক করা হয় বলে জানান ওসি আবুল কালাম।
সুরভীর মা শিউলি বেগম বলেন, “দুই বছর আগে পারভেজের সঙ্গে সুরভীর বিয়ে হয়। সুরভী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সুরভীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে কম্বল মুড়িয়ে রেখে পালিয়ে যায় পারভেজ।”
ওসি আবুল কালাম বলেন, “এ ঘটনায় সুরভীর বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় পারভেজকে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।”