পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত করার দায়ে তাদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 10 Dec 2024, 11:36 PM
কুড়িগ্রাম সদরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত করার দায়ে চার ভাটা মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলার বেলগাছা ও মোগলবাসা ইউনিয়নের নালিয়ার দোলায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে যৌথ উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত করার দায়ে এস এস বি ব্রিকসের মালিককে পাঁচ লাখ টাকা, এম জে এইচ ব্রিকসকে তিন লাখ, জি এম বি ব্রিকস-১ কে দুই লাখ এবং জি এম বি ব্রিকস-২ এর মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে আলাদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরের ইউএনও সাঈদা পারভীন এবং সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।
পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের রেজাউল করিম।