শরীরে গুলির অংশ বহন করছেন, এমন ৫৪১ জনের ওপর এ গবেষণা চালানোর কথা বলছেন গবেষক আবু বক্কর সিদ্দিক।
Published : 22 Apr 2025, 10:50 PM
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ প্রায় ৮৯ শতাংশ আন্দোলনকারী বিষণ্নতায় ভুগছেন বলে এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে।
'বুলেট ইনসাইড বডি: দ্যা সাইলেন্ট মেন্টাল সাফারিং অব জুলাই ২৪ আপরাইজিং ইনর্জুড প্রোটেস্টার্স ইন বাংলাদেশ' শিরোনামে এ গবেষণা হয়। এতে নেতৃত্ব দেন চীনের নানজিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক।
তিনি বলেন, এখনও শরীরে গুলির অংশ বহন করছেন, এমন ৫৪১ জনের ওপর এ গবেষণা চালানো হয়।
"এদের মধ্যে ৯১ দশমিক ৬ শতাংশ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। ৮৯ দশমিক ১ শতাংশ ভুগছেন বিষণ্নতায়। ৮৮ দশমিক ২ শতাংশ মানসিক অস্থিরতা অনুভব করেন।”
তিনি বলেন, গুলিবিদ্ধ ৭ দশমিক ১ শতাংশ আন্দোলনকারীর মাথায় ‘আত্মহত্যার চিন্তা’ ঘুরপাক খায়। এদের মধ্যে ১ দশমিক ১ শতাংশ আন্দোলনকারী অন্তত একবার হলেও আত্মহত্যার চেষ্টা করেছেন।
এর আগে ২০ এপ্রিল গবেষণাপত্রটি তুরস্কের ইস্তানবুল তিচারেট ইউনিভার্সিটির ১ম আন্তর্জাতিক বাংলাদেশ স্টাডিজ সম্মেলনে তুলে ধরেন আবু বক্কর সিদ্দিক।
এতে সহ-গবেষক হিসেবে শাবিপ্রবির শিক্ষার্থী শাহ জালাল আহমেদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাজওয়ানুল্লাহ শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ ও যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহেদী হাসান কাজ করেছেন।