একদিন আগে চট্টগ্রাম থেকে দিদারুলসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 15 Nov 2024, 12:51 AM
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একদিন আগে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি মুখ্য বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
খাগড়াছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমকে আদালতে নেওয়ার সময় নিরাপত্তা জোরদার করে পুলিশ।
পুলিশ জানান, বুধবার চট্টগ্রামের খুলশি থানা-পুলিশ দিদারুল আলমসহ তিনজনকে গ্রেপ্তার করে। দিদারুলের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় ২০টি মামলা তদন্তাধীন রয়েছে।
ওসি আব্দুল বাতেন জানান, দিদারুলসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। ২০ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত।