৫ অগাস্টের পর থেকে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিব আত্মগোপনে ছিলেন।
Published : 22 Jan 2025, 11:14 PM
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী হত্যা মামলায় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে সাবেক মেয়র ও পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন জানান।
হাবিব পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের বাসিন্দা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় জয়পুরহাটে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে তার নামে। ৫ অগাস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি শাহেদ আল মামুন বলেন, মঙ্গলবার বিকালে তাকে স্থানীয়রা আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করে। বুধবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে।