আহত এক ইজিবাইকের যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 28 Jul 2024, 06:39 PM
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক যাত্রী।
রোববার দুপুর ২টার দিকে পাংশা-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের ঘিকমলা এলাকায় এ ঘটনা ঘটে বলে বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন জানান।
নিহতরা হল- কালুখালী উপজেলার সাওরইল ইউনিয়নের হাসেম মণ্ডল (৫২) এবং তার মেয়ে হালিমা বেগম (২৭)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বালিয়াকান্দি থেকে ইজিবাইকে নারুয়া যাচ্ছিলেন হাসেম ও হালিমা। পথে ঘিকমলা এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আলমগীর হোসেন জানান, আহত ইজিবাইকের যাত্রী বিউটি আক্তারকে (৩০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি ফেলে চালক পালিয়ে যান।