“বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে।”
Published : 16 Jun 2024, 03:03 PM
বরিশালের গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন জানান, রোববার সকাল ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-‘বেপারী পরিবহন’ বাস চালকের সহকারী কুমিল্লার লাকসাম উপজেলার পেয়ারপুর এলাকার মো. চাঁনমিয়ার ছেলে মো. সোহাগ (১৯) ও সুপারভাইজার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শিলা বড়বাড়ির বাসিন্দা আব্দুল ওহাবের ছেলে আব্দুল কালাম (৩৫)।
আহত যাত্রীরা হলেন-পিরোজপুরের নেছারবাদ উপজেলার উরিবুনিয়া এলাকার মোহাম্মদ ইমন (২১), পটুয়াখালীর খাসেরহাট এলাকার মোহাম্মদ আরিফ (৩০), মহিপুরের মো. একরামুল (২৬), পটুয়াখালীর গলাচিপার মো. সোহাগ (২৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি এলাকার মোহাম্মদ জিয়াউর রহমান (৪০) ও পটুয়াখালীর মহিপুরের মোহাম্মদ জাহাঙ্গীর (৪৫)।
তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি লোকমান বলেন, “বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাশিপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারের সামনে একইমুখী গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়।
“এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন বাসের সুপারভাইজার।”
পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চালকের সহকারীর মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।