“তেল শেষ হয়ে আসলে লেভেল নিচে নেমে যায়; এতে মাপে কিছুটা কম বেশি হয়। তাই এমনটি হয়েছে।”
Published : 10 Aug 2024, 11:52 PM
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাপে কম দেওয়ার অভিযোগে একটি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার রাতে উপজেলার জয়মনিরহাটের পাশে মেসার্স সাহা ফিলিং স্টেশন এ অভিযান চালায় তারা।
শিক্ষার্থীরা জানান, রাত ৯টার দিকে সাহা ফিলিং স্টেশন থেকে কয়েকজন মোটরসাইকেল আরোহী তেল নিয়ে ফেরার পথে তাদের সন্দেহ হয়। পরে তারা দুই দশমিক ২৫ লিটারের একটি বোতলে তেল মেপে ১৩ দশমিক ৫৬ টাকার তেল কম পায়।
তাৎক্ষণিক বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানান মোটরসাইকেল আরোহীরা।
পরে শিক্ষার্থীরা দ্রুত ফিলিং স্টেশনে গিয়ে ঘটনার সত্যতা পেলে ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়।
মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, “তেল শেষ হয়ে আসলে লেভেল নিচে নেমে যায়; এতে মাপে কিছুটা কম বেশি হয়। তাই এমনটি হয়েছে।
“এটা অনিচ্ছাকৃত এবং যান্ত্রিক ত্রুটি। কিন্তু শিক্ষার্থীরা সমস্যার কথা না শুনেই পাম্প বন্ধ করে দিয়েছে।”