পুলিশের ধারণা, দুই সন্ত্রাসী গ্রুপ- আরসা ও আরএসওয়ের মধ্যে এই ঘটনা ঘটেছে।
Published : 18 Feb 2024, 07:41 AM
কক্সবাজারের উখিয়া বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন- আরসার এক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, বুধবার ভোরে উখিয়া উপজেলার দুইটি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে। দুই সন্ত্রাসী গ্রুপ- আরসা ও আরএসওয়ের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এর মধ্যে বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরসার কমান্ডার ও কিলিং স্কোয়াডের সদস্য ইউসুফ নিহত হয়েছেন।
অন্যদিকে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির পরে আরসার সন্ত্রাসীরা মো. আরাফাত নামে এক রোহিঙ্গা কিশোরকে তুলে নিয়ে উপুর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এই এপিবিএনের কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]