অভিযান চালিয়ে তিনটি পিস্তল উদ্ধার করার তথ্য দিয়েছেন জেলার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
Published : 04 Aug 2024, 11:44 PM
নেত্রকোণার শ্যামগঞ্জে পুলিশের গাড়ি থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে সরকার পতনের একদফার সর্বাত্মক অসহযোগ কর্মসূচির আন্দোলনকারীরা।
রবিবার দুপুরে পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ৯টি পিস্তল ছিনিয়ে নেয় আন্দোলনকারীরা। পরে অভিযান চালিয়ে তিনটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “পূর্বধলা থানার পুরোনো আগ্নেয়াস্ত্র বদলের জন্যে জেলা সদর থেকে একটি গাড়িতে করে নতুন আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল।”
“দুপুরের দিকে গাড়িটি শ্যামগঞ্জ বাজারে পৌঁছলে আন্দোলনকারীদের মিছিলের মধ্যে পড়ে। এসময় আন্দোলনকারীরা গাড়িতে থাকা ৯টি পিস্তল ছিনিয়ে নেয়।”
পরে অভিযান চালিয়ে তিনটি পিস্তল উদ্ধার করার তথ্য দিয়ে ফয়েজ আহমেদ বলেন, বাকি আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নেত্রকোণার শ্যামগঞ্জে রোববার অহযোগের আন্দোলনকারীদের মধ্যে পড়ে যাওয়া পুলিশের গাড়িটি এভাবে ভাঙচুর করা হয় এবং অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়।
সরকার পতনের একদফা দিয়ে রোববার সারা দেশে অসহযোগ কর্মসূচির পালনে রাস্তায় নামে আন্দোলনকারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি ডাকা হলেও বিএনপিসহ তাদের সমমনা দলগুলো তাতে সমর্থন দেয়। এ দিন সারা দেশে আন্দোলনকারীদের সংঘর্ষে ৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকশ।
অসহযোগের নামে কর্মসূচিতে নামা আন্দোলনকারীরা ১৯টি থানাসহ পুলিশের ২৬টি স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনায় পুলিশের ১৪ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে।