র্যাব জানায়, তাদের কাছ থেকে সাতটি ছুরি ও নগদ ২ হাজার ১০০ টাকাসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
Published : 14 May 2024, 10:12 AM
গাজীপুরের টঙ্গী ও রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের ছিনতাইকারী বলছে র্যাব।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের মো. শাহ্ আলম (১৮), ময়মনসিংহের মো. রাসেদুল ইসলাম (১৮), শেরপুরের সাকিল (২০), সিলেটের হৃদয় হোসেন (২২), নেত্রকোণার মো. রফিক (২২), পাবনার মো. রাসেল (২৪) ও জামালপুরের মো. শেখ ফরিদ (৩৪)।
মাহফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজধানীর বিমানবন্দর থানা এবং টঙ্গী পশ্চিম থানায় এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে বলে গোপনে খবর পায় র্যাব।
“পরে ওইসব এলাকায় অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে আটক এবং তাদের কাছ থেকে সাতটি ছুরি ও নগদ ২ হাজার ১০০ টাকাসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।”
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।