লিডিং ইউনিভার্সিটির উপাচার্যকে দায়িত্ব দিতে ইউজিসির চিঠি, বসবেন বুধবার

“বিকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের মধ্যস্থতায় একটি সভা হয়েছে।”

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 03:33 PM
Updated : 14 March 2023, 03:33 PM

লিডিং ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য অধ্যাপক আজিজুল মওলাকে অবিলম্বে কর্মে যোগদানসহ চলমান সব সুযোগ-সুবিধাদি নিশ্চিত করার জন্য বলা হয়েছে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে।

সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া উপাচার্যকে সার্বক্ষণিক কর্মক্ষেত্রে (ক্যাম্পাস বা ক্যাম্পাস সংলগ্ন এলাকায়) অবস্থান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

Also Read: সিলেটের লিডিং ইউনিভার্সিটির ভিসিকে কার্যালয়ে প্রবেশে বাধার অভিযোগ

মঙ্গলবার রাতে উপাচার্য আজিজুল মওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের মধ্যস্থতায় একটি সভা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড আমার কার্যালয় খুলে দিতে রাজি হয়েছে।

“আমি বুধবার সকালে কার্যালয়ে গিয়ে অফিস করব। আর যেসব অভিযোগ রয়েছে, সেগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে।”