রোগীকে অক্সিজেন দেওয়ার সময় ‘লিক’ হয়ে ধোঁয়ার সৃষ্টি হয় বলে ফায়ার সার্ভিস জানায়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে।
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মো. সানি সরদার (১২) নামের এক কিশোর মারা যায়। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।
ডা. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন; আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ২১ জন রোগী বাসায় ফিরে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন।
গত ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত নয় জন রোগীর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।