নিহত ফরহাদ খন্দকারের মাথায় ও গলায় দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
Published : 22 Mar 2023, 11:03 AM
নাটোর সদর উপজেলা থেকে একজন শ্রমিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে সদরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার এসআই মো. সাজ্জাদ হোসেন।
নিহত ফরহাদ খন্দকার ওই এলাকার প্রয়াত মোসলেম খন্দকারের ছেলে। ৩২ বছরের এই যুবক কুলি শ্রমিকের কাজ করতেন।
এসআই সাজ্জাদ হোসেন বলেন, “নিহত ফরহাদ খন্দকারের মাথায় ও গলায় দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত আড়াইটা তিনটার দিকে তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
“নিহতের পরনের গেঞ্জি টানা-ছেঁড়া ছিল, হত্যার আগে তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে আমাদের প্রাথমিক ধারণা।"
লক্ষীপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. খন্দকার আক্তারুজ্জামান বলেন, “ফরহাদ সকালে কাজে বের হয়ে রাতে বাড়ি আসার পথে স্কুল মাঠে তাকে হত্যা করা হয়েছে। পরকীয়ার জেরে ফরহাদ খন্দকারের সঙ্গে পাশের গ্রামের এক ব্যক্তির কোন্দল চলছিল বলে অভিযোগ আছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গ পাঠানো হবে এবং এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলেছে বলে জানান পুলিশ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।