মামলায় ১৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি রাখা হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলায় একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া জন্তিগ্রাম বিনশীরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ূন কবির জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জয়পুরহাট স্টেশনের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
ওসি হুমায়ূন কবির বলেন, খালি পিকআপটি ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েক যুবক তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে রোববার ভোর থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত।