উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে  আটক ২, অস্ত্র জব্দ

উদ্ধার অস্ত্র ও গুলি রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের জন্য আনা হয় বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 05:44 PM
Updated : 28 May 2023, 05:44 PM

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গাসহ দুইজন আটক হয়েছেন, যারা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করছিলেন বলছে পুলিশ। 

রোববার সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে এ অভিযান চালানো হয় বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।  

আটকরা হলেন কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের শাকের আহমদের ছেলে মোহাম্মদ জাবের (২০) এবং উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা প্রয়াত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

ওসি মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যায় কয়েকজন লোক রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য অস্ত্রের চালানসহ অবস্থান করছে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এরপর ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। 

“পরে আটকদের সঙ্গে থাকা ছোট একটি পোটলার ভিতরে পাওয়া যায় দেশে তৈরি ১টি বন্দুক ও ৫০টি গুলি।” 

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকারোক্তি দিয়েছেন, উদ্ধার অস্ত্র ও গুলি রোহিঙ্গা আশ্রয় শিবিরে সক্রিয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের জন্য তারা কুতুপালং বাজার এলাকায় অবস্থান করছিলেন। এর আগেও তারা কয়েকবার অস্ত্রের চালান পাচার করেছেন। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।