র্যাব বলছে, একটি মাদকের চালান হস্তান্তরের সময় আটক হন নাজির হোসেন নামের সেই যুবক।
Published : 29 Mar 2024, 05:27 PM
কক্সবাজারে টেকনাফে ক্যাম্প থেকে এক রোহিঙ্গা যুবককে অস্ত্র ও গুলিসহ আটকের কথা জানিয়েছে র্যাব।
তার নাম নজির আহমেদ। হোয়াইক্যং উনচিপ্রাংয়ে ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটকের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তিনি সেই ক্যাম্পেরই ব্লক সি/১ এর বাসিন্দা।
বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে শুক্রবার জানান র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, মধ্যরাতে ক্যাম্পের কিছু যুবকের মাদকের চালানের জন্য অবস্থান করার খবরে এই অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে নজির আহমেদ দৌড়ে পালানোর চেষ্টা করেন।তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন র্যাব সদস্যরা। পরে তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুইটি গুলি পাওয়া যায়।
র্যাব কর্মকর্তা বলেন, “নজির আহমদ একজন চিহ্নিত অপরাধী। মাদক, অস্ত্র ও গুলিসহ নানা অপরাধে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।“
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান আবু সালাম চৌধুরী।