জাবিতে অবৈধভাবে থাকা শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ 

“বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনের প্রক্রিয়ার অংশ এটি। ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 02:50 PM
Updated : 7 March 2023, 02:50 PM

নিয়মবহির্ভূতভাবে থাকা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানান প্রাধ্যক্ষ কমিটির সভাপতি নাজমুল হাসান তালুকদার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল শিক্ষার্থী স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেও নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছেন তাদেরকে আগামী সাতদিনের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো।  

সাতদিনের মধ্যে হল ত্যাগ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নাজমুল হাসান তালুকদার বলেন, “বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনের প্রক্রিয়ার অংশ এটি। এরই মধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে।”