শুক্রবার বিকালে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তাম্বূলিপাড়া এলাকার কৈজানি নদীতে নিখোঁজ হন হালিম।
Published : 14 Jul 2024, 04:15 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নৌকায় জুয়ার আসরে অভিযানের সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে দুই দিন পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে মদন উপজেলার অংশের বাঁশরি এলাকায় কৈজানি নদীতে তার লাশ পাওয়া যায় বলে কেন্দুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার লিডার আশরাফ আলী জানান।
নিহত হালিম মিয়া (৩৫) কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তাম্বূলিপাড়া এলাকার কৈজানি নদীতে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।
লিডার আশরাফ আলী বলেন, উপজেলার তাম্বূলিপাড়া এলাকায় কৈজানি নদীতে ইঞ্জিন চালিত নৌকায় জুয়ার আসর বসিয়ে ২০-২৫ জন জুয়া খেলছিল। পুলিশ খবর পেয়ে নৌকায় চড়ে ওই জুয়ার আসরে অভিযান চালায়।
“তখন জুয়ার আসরে থাকা লোকজন পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন হালিম মিয়া।”
আশরাফ আলী বলেন, ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও হালিমের স্বজনরা তাকে উদ্ধারে রাতভর চেষ্টা চালান। সকালে উদ্ধার তৎপরতায় যোগ দেন কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা। দুপুরের দিকে তাদের সাথে যোগ দেন ময়মনসিংহ থেকে আসা একদল ডুবুরি।
মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান বলেন, শুক্রবার নিখোঁজ হওয়া হালিমের লাশ শনাক্ত করা হয়েছে। সুরতলের প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।