গাইবান্ধা থেকে দুই কলেজ ছাত্রী নিখোঁজ, সন্ধান মেলেনি ৫ দিনেও

সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ বা স্বজনরা তাদের সন্ধান পায়নি।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 06:38 PM
Updated : 6 Feb 2023, 06:38 PM

গাইবান্ধার দুই কলেজছাত্রী চারদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।  

বৃহস্পতিবার জেলা শহরের একটি মেস থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় বাড়ি যাওয়ার পথে এই দুই ছাত্রী নিখোঁজ হন বলে স্বজনদের ভাষ্য।

সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ বা স্বজনরা তাদের কোনো সন্ধান পায়নি।

তারা দুজনই গাইবান্ধা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। একজনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার পাড় সোন্দইল গ্রামে এবং আরেকজনের বাড়ি একই উপজেলার রাখালবুরুজ গ্রামে।

তারা একসঙ্গে গাইবান্ধা শহরের পলাশ পাড়ার ‘ছালমা মঞ্জিল’ নামে একটি মেসে থেকে লেখাপড়া করতেন।

নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, দুই জনই গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি আসার উদ্দেশ্যে এক সঙ্গে মেস থেকে বের হয়ে গাইবান্ধা বাস টার্মিনালের দিকে রওনা হন। কিন্তু বাড়ি এসে পৌঁছাননি।

আরেকজনের বাবা বলেন, তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দুজনেরই ফোন তখন থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।

দুজনের বাড়িতে স্বজনরা কান্নাকাটি করছেন বলে জানান তিনি।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় দুটি পৃথক জিডি করা হয়েছে। তাদের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে পুলিশি তৎপরতা চলছে।