“ওই যুবকের কীভাবে মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।” বলছে পুলিশ।
Published : 06 Oct 2024, 04:26 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার গাজীপুর-ইটাখোলা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।
স্থানীয়রা বলেন, সকালে স্থানীয়রা সড়কের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি জয়নাল বলেন, “ওই যুবকের কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”