চাঁদা না পেয়ে বখাটেরা এ দম্পতিকে ছুরিকাঘাত করেন বলে দাবি পুলিশের।
Published : 11 Sep 2024, 10:47 AM
বগুড়া সদর উপজেলায় বখাটেদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার এসআই আব্দুর রহীম।
নিহত রানা মিয়া (৪৫) ওই এলাকার প্রয়াত আজিজার রহমানের ছেলে। তিনি পেশায় লোহা ব্যবসায়ী ছিলেন।
রানার আহত স্ত্রী রোজী বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এস আই আব্দুর রহীম জানান, বোনের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন রানা মিয়া। পথে স্থানীয় কয়েকজন বখাটে তার কাছে চাঁদা দাবি করে না পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
খুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে; তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই আব্দুর রহীম।