শুনেছি ফেইসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করলে তাতে ছাত্রদলের ছেলেরা ‘হা..হা’ প্রতিক্রিয়া দিয়েছে। এর জেরে স্থানীয় দুই দলের মধ্যে মারামারি হয়েছে, বলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Published : 24 Nov 2024, 11:42 PM
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফেইসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা...হা’ প্রতিক্রিয়া দেওয়ার জেরে স্থানীয় ছাত্রদল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে।
রোববার উপজেলার জুলুহার বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছাত্রদল কর্মী মো. হাসান, মো. সিয়াম এবং রিয়ান।
তারা উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী ও শ্রীবতিকাঠী গ্রামের বাসিন্দা।
সিয়াম শেখ অভিযোগ করে বলেন, “জুলুহার গ্রামের রিয়াদ ফেইসবুকে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করে।
“সেই ছবিতে আমরা ‘হা..হা’ রিয়েক্ট দিই। এ কারণে রোববার সকালে জুলুহার বাজারে বসে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ছাত্রলীগের ১০-১২ নেতাকর্মী লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়।
“তারা আমাদের লোহার বড় দিয়ে পিটিয়েছে। এতে আমিসহ হাসান ও রিয়ান আহত হয়েছি।”
ছাত্রদল কর্মী মো. হাসান অভিযোগ করে বলেন, “ছাত্রলীগ কর্মী রিয়াদ তার বাহিনী নিয়ে বাজারে বসে হামলা চালায়। এসময় রিয়াদের চাচা সোহাগ আমাদের চেপে ধরে রাখেন এবং রিয়াদ লোহার রড দিয়ে পেটায়।”
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, “তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছেলেদের ওপর হামলা চালাচ্ছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযোগ ওঠা ছাত্রলীগের কয়েকজনকে মোবাইল ফোনে কল দিয়েও তাদের পাওয়া যায়নি।
তবে ওই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, “শুনেছি ফেইসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করলে তাতে ছাত্রদলের ছেলেরা ‘হা..হা’ প্রতিক্রিয়া দিয়েছে। এর জেরে জুলুহার বাজারে স্থানীয় দুই দলের মধ্যে মারামারি হয়।”
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, “বিষয়টি শুনেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”