জব্দ করা ৬০ কেজি ইলিশ সরকারি শিশু পরিবার, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
Published : 24 Oct 2024, 07:42 PM
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরা ও বেচা-কেনা করায় মুন্সীগঞ্জের শ্রীনগরে আটক আটজনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৬০ কেজি ইলিশ।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ভাগ্যকুল ও বাঘড়া চরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান শ্রীনগর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য অফিসার সমীর কুমার বসাক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম লিখন বনিক।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার বালাশুরের নাজমুল (১৯), ভাগ্যকুলের সারোয়ার উদ্দিন (৩৪), শাহাদাত হোসেন (৩৪), কালাচাঁন (৩০), ঢাকার ডেমরা থানার আমেনা বেগম (৪৫), রুবিনা (২২) এবং জামিলা খাতুন (৫০)। একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মৎস্য কর্মকর্তা সমীর কুমার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরা ও বহন করার অপরাধে আটজনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে জব্দ করা ৬০ কেজি ইলিশ সরকারি শিশু পরিবার, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে শ্রীনগর থানার এসআই শরীফুল ইসলাম শরীফ, মোয়াজ্জেম হোসেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশের ৬টি অভয়াশ্রমসহ সব নদ-নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ শিকার, ক্রয় বিক্রয়, পরিবহন এবং মজুত নিষিদ্ধ করা হয়েছে।