ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় দ্রুত গতির একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
Published : 02 Dec 2024, 07:41 PM
ঢাকার সাভার উপজেলায় বাসের ধাক্কায় প্রাইভেট কারের তিন আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বলিয়ারপুর এলাকার ঢাকামুখী লেনে এস এন সিএনজি অ্যান্ড এলপিজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম।
নিহতরা হলেন- উপজেলার বলিয়ারপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. নাজিমউদ্দীন (৫৭), প্রাইভেট কারের চালক ও মালিক মজিবুর রহমান (৬৮) এবং নগরকোণ্ডা এলাকার মো. ইব্রাহিম (৫৫)।
আহদের মধ্যে শাহাবুদ্দিনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বলিয়ারপুর এলাকায় প্রাইভেট কারটিতে গ্যাস নিয়ে ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকামুখী দ্রুত গতির ‘সি-লাইন’ পরিবহনের একটি দূরপাল্লার বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে প্রাইভেট কারে থাকা পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে স্থানীয়রা বাসটি আটক করলেও পালিয়ে যান চালক ও তার সহকারী।
মজিবুর রহমানের ভাগনে আব্দুল হাকীম বলেন, “মামাসহ পাঁচজন প্রাইভেট কারে করে সাভারের দিকে যাচ্ছিলেন। তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। এ ছাড়া আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।”
তিনজনের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি সওগাতুল আলম।
তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো মৃতদেহ পাইনি। শুনেছি স্বজনেরা মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন।”
এ ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।