এ ছাড়া ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আহত হয়েছেন দুই পিকআপ আরোহী।
Published : 27 Feb 2025, 05:36 PM
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুই আরোহী। এ ছাড়া ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আহত হয়েছেন দুই পিকআপ আরোহী।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার লালাবাজার অতিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাবরা এলাকার প্রয়াত আব্দুল ওয়ালীদের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি মিজানুর বলেন, দুপুরের দিকে সিলেটগামী একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের দুই আরোহী আহত হন। এ ছাড়া রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি বাস ভুল পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার পরপর দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।