বিক্রয় নিষিদ্ধ এসব অ্যাম্বারগ্রিস পারফিউম ও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে বিজিবির ভাষ্য।
Published : 07 Oct 2024, 09:25 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিক্রয় নিষিদ্ধ ‘তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিস’সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।
রোববার বিকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটক শামশুল আলম (৩৫) উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের নীড় আহমদের ছেলে।
বিজিবির ভাষ্য, বিক্রয় নিষিদ্ধ এই তিমি মাছের বমি বা অ্যাম্বারগ্রিস বিভিন্ন মূল্যবান পারফিউম ও ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। দেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য সামগ্রীর চোরাচালান অত্যন্ত বিরল।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, গোপন খবর পেয়ে রোববার বিকালে শাহপরীর দ্বীপ বাজার পাড়া সীমান্তে অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন একজনকে বস্তা কাঁধে করে আসতে দেখে থামার নির্দেশ দেওয়া হয়।
বিজিবির সদস্যদের দেখে ওই ব্যক্তি বস্তাটি ফেলে পালানোর চেষ্টা করলে, তাকে ধাওয়া দিয়ে আটক করা হয় বলে জানান তিনি।
পরে বস্তাটি খুলে বিক্রয় নিষিদ্ধ আট কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবির ভাষ্য।
মহিউদ্দীন বলেন, জব্দ করা সামগ্রী সোমবার সকালে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বুরি) পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সামগ্রীগুলো অ্যাম্বারগ্রিস বা তিমি মাছের বমি বলে শনাক্ত করা হয়।
জব্দ করা অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান তিনি।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।