ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়।
Published : 17 Jan 2025, 11:30 AM
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।
দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার মধ্যরাতের পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তপক্ষ।
সে সময় মাঝ পদ্মায় আটকে যায় ঢাকা, এনায়েতপুরী, কেরামত আলী ও বনলতা নামের চারটি ফেরি।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।
এই রুটে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
আর সকাল ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কাযার্লয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন।
ভোর সাড়ে ৩টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম বলেন, “কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবার চালু হয়েছে ফেরি চলাচল। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো ছোট-বড় ১২টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।”
মাঝনদীতে ফেরি আটকে যাওয়ার পর দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঘাট থেকে আর কোনো ফেরি ছাড়েনি। কাজিরহাট থেকে আসার পথে যমুনা নদীর মাঝে ফেরি খানজাহন আলী নোঙর করে রাখা হয়।
আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশা পড়লে নৌপথ দৃষ্টিসীমার বাহইরে চলে যায়। এ সময় ফেরি চালানো খুবই ঝুঁঝিপূ্র্ণ বলে বন্ধ রাখা হয়। ফেরি চলাচল শুরুর পর নোঙর করা ফেরি খানজাহন আলী পাড়ের দিকে রওনা হয়।