“দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে বাবাকে কুপিয়ে জখম করা হয়।”
Published : 24 Dec 2024, 04:14 PM
রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান।
নিহত ওবায়দুল্লাহ (৪৫) রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকার বাসিন্দা।
ওবায়দুল্লাহর ছেলে মো. আরিফ বলেন, “কারিগরপাড়া বাজার থেকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে বাবাকে কুপিয়ে জখম করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।”
আরিফের অভিযোগ, “এ ঘটনায় আমার দাদুর পালিত ছেলে মেহেদি জড়িত। তিনি এক বছর আগে আমাকে হুমকি দিয়েছিলেন, বাবাকে দিনে না পারলে রাতে মেরে ফেলবে।”
কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, “রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়েদ রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা।
“তবে হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
ওসি মুহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।