বান্দরবানে কবিরাজকে গুলি করে হত্যা

তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জনপ্রতিনিধির ভাষ্য।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2022, 02:59 PM
Updated : 30 August 2022, 02:59 PM

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক কবিরাজকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জনপ্রতিনিধি জানিয়েছেন।

উপজেলার তারাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উনুমং মারমা জানান, মঙ্গলবার বিকালে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তাকে হত্যা করা হয়।

নিহত মংসাই মারমা (৪৮) ইউনিয়নের কদমপ্রু পাড়ার চিংহ্লামং মারমার ছেলে।

চেয়ারম্যান বলেন, পাড়াবাসীরা তাকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মোবাইল ফোনে খবর দেন। সাঙ্গু নদীর পাশে বড়ইতলি ও কদমপ্রু পাড়ার মাঝখানে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মংসাই মারমা (৪৮) পড়ে ছিলেন।

“মংসাই মারমা র্দীঘদিন ধরে কবিরাজি পেশায় নিয়োজিত ছিলেন। রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না তিনি। কে বা কারা কেন তাকে গুলি করে হত্যা করেছে তা জানাতে পারেনি এলাকাবাসী।”

রোয়াংছড়ি উপজেলা শহর থেকে ওই এলাকায় যোগাযোগের রাস্তা নেই। বান্দরবান শহর থেকে সাঙ্গু নদী হয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে যাওয়া যায়।

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বলেন, কবিরাজকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।