মোটরসাইকেল নিয়ে উপজেলার কালিবাড়ি বাজার থেকে একই উপজেলার বাড়ৈপাড়া যাচ্ছিলেন সোহান শেখ।
Published : 25 Aug 2024, 04:25 PM
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার রাউৎভোগ ব্রিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) শফি উদ্দিন।
নিহত সোহান শেখ (২১) উপজেলার যশলং গ্রামের বড় বাড়ির আবু বক্কর শেখের ছেলে।
পরিদর্শক শফি উদ্দিন বলেন, সোহান শেখ মোটরসাইকেল নিয়ে উপজেলার কালিবাড়ি বাজার থেকে একই উপজেলার বাড়ৈপাড়া যাচ্ছিলেন। পথে রাউৎভোগ ব্রিজে উঠলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহান।
স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।