বিজিবি বলছে, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৩ হাজার টাকা।
Published : 19 Oct 2024, 06:26 PM
ফেনী সীমান্তে ‘চোরাইপথে’ আনা কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেংগা, কাশ্মিরি শাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
গোপন সংবাদে শুক্রবার ও শনিবার জেলার ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয় বলে বিজিবি-৪ ফেনী ব্যটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান।
তিনি বলেন, বিজিবির নিয়মিত টহল দল ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম, চম্পক নগর, দেবপুর, যশপুর, খেজুরিয়া ও জয়ন্তী নগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায়। সেখানের লম্বাটিলা, টিলাপাড়া, ছয়ঘড়িয়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
অপরদিকে পরশুরাম উপজেলার মহেশ পুস্কুরনী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে ভারতীয় বিভিন্ন শাড়ি, থ্রিপিস, লেহেংগা, কাশ্মিরি শাল ও মদ।
লেফট্যানেন্ট কর্নেল মোশারফের ভাষ্য, জব্দ করা ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৩ হাজার টাকা। সেগুলো শনিবার দুপুরে ফেনী কাস্টমস্ ও শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। মাদকগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানোর প্রক্রীয়া চলছে।
গত এক মাসে সীমান্তে সাঁড়াশি অভিযানে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।