মৎস্য সংরক্ষণ আইনে দুই জেলেকে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও।
Published : 01 Nov 2023, 02:50 PM
ঝালকাঠির সদর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডিতরা হলেন- ওই উপজেলার উত্তর কিস্তাকাঠি এলাকার বাসিন্দা মো. ফারুক হাওলাদার (৫০) ও একই এলাকার মো. আসিফ হাওলাদার (২২)।
ইউএনও অনুজা মণ্ডল বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এ নিয়ে জেলায় ১৬ জনকে এক বছর ও দুইজনকে ১০ দিন করে মোট ১৮ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অভিযানে হামলার অভিযোগে মামলা
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিশখালি নদীতে ইলিশ রক্ষা অভিযানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকতা ও দুই আনসার সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, বুধবার ভোরে উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, তার নেতৃত্বে মঙ্গলবার বিকেলে বিশখালি নদীর উত্তর পালট এলাকায় অভিযান চালিয়ে জাল ও নৌকা আটকের চেষ্টা করলে প্রায় অর্ধশত জেলেরা হামলা চালান।
তিনি বলেন, “এতে রাজাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মৎস্য অফিসের ফিল্ড অফিসার কমলেশ বিশ্বাস, সমাজসেবা অফিসের গালুয়া ইউনিয়ন সমাজকর্মী জাকির হোসেন, আনসার সদস্য কবির সিকদার, স্বপন সিকদার, ট্রলার চালক নজরুল, সহকারী শামীম আহত হন।”
ওসি পুলক বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।