পুলিশ জানায়, মামলায় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলকে প্রধান আসামি করা হয়েছে।
Published : 25 May 2024, 01:56 PM
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে গিয়ে হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।
হামলার দুই দিন পর শুক্রবার রাতে নিহতের বাবা নাসির উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন বলে জানান রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ।
তিনি বলেন, মামলায় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলার মেথিকান্দা এলাকার আবিদ হাসান রুবেলকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এর আগে বুধবার দুপুরে তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা নির্বাচনের প্রচারে দুর্গম চরাঞ্চল পাড়াতলির মামদেরকান্দি এলাকায় গেলে সুমনসহ তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়।
হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সুমন। এ ঘটনায় অভিযোগ ওঠে প্রতিপক্ষ চশমা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের বিরুদ্ধে।
এ ঘটনার পর বৃহস্পতিবার রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা এবং রায়পুরা উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সকল পদে নির্বাচন স্থগিত করেছে কমিশন। শিগগিরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নিহত সুমন মিয়া (৪০) উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে ও তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি এক সময় নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
আরও পড়ুন:
প্রার্থী নিহতের ঘটনায় নরসিংদীর রায়পুরা উপজেলায় নির্বাচন স্থগিত
নরসিংদীতে ভোটের প্রচারে হামলা, প্রার্থী নিহত