একটি ট্রান্সফর্মার ঘটনাস্থলে রেখে দিয়ে বাকীরা সটকে পড়ে।
Published : 02 Jan 2025, 05:20 PM
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুতের খুঁটির পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ‘ট্রান্সফর্মার চুরি’ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার।
অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-৪৮ বছর। তার গায়ে নেভি ব্লু রঙের সোয়েটার ও মুখে কাঁচা-পাকা দাড়ি আছে।
ওসি তাজউদ্দীন বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই গ্রামের (বালুয়া ব্রীজের) উত্তরে ইব্রাহিম আলী বেপারীর বরেন্দ্র সেচ পাম্পের পাশের জমিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোরের দল ওই সেচ পাম্পের বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফর্মার দুইটি চুরি করার জন্য এসেছিল এবং খুঁটিতে থেকে ট্রান্সফর্মার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের একজন মারা যায়। এ সময় একটি ট্রান্সফর্মার ঘটনাস্থলে রেখে দিয়ে বাকীরা সটকে পড়ে।
ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অজ্ঞাতনামা এই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত আছে।