“ধারণা করা হচ্ছে, বয়লার গরম হতে হতে স্টিম আউট লাইন খুলে যায়, ফলে বিস্ফোরণ ঘটে।”
Published : 20 Jan 2025, 02:32 PM
গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় একটি কারখানার বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে কারখানার অ্যাডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী জানিয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী, শাহ্জাহান।
আহতদের মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আল হেরা হাসপাতালের চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, “আমরা ছয়জন রোগী পেয়েছি, তাদের মধ্যে কারো কোনো বড় ধরনের ইনজুরি নাই।
“এদের মধ্যে ইয়াছিন আলীকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গিয়েছেন। সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে; তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন।”
কারখানার অ্যাডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, “শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। সব ঠিকঠাক ভাবেই চলছিল। এর মধ্যে হঠাৎ কারখানার স্যাম্পল রুমের মিনি বয়লারটি বিস্ফোরণ হয়।
“এতে কারখানার ১২ জন শ্রমিক আহত হন। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসক দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, “স্যাম্পল রুমে স্থাপন করা বয়লারটি যারা চালায়, তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করে। এ সময় হয়তো তারা খেয়াল করেনি যে, সেটি পানি নিচ্ছে কিনা।
“ধারণা করা হচ্ছে, বয়লার গরম হতে হতে স্টিম আউট লাইন খুলে যায়, ফলে বিস্ফোরণ ঘটে। হয়তো মোটর ঠিকমতো পানি টানতে পারেনি বা ট্যাংকে পানি না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে।”
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, “বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন। তার মধ্যে শ্রমিক সুজন মিয়া (স্যাম্পল ম্যান) ও রইস উদ্দিন (একই পদ) গুরুতর আহত হয়েছেন। আর এ ঘটনায় কারখানার ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”