সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, “হাসপাতালে এখন পর্যন্ত ৬২ জন চিকিৎসা নিয়েছেন।”
Published : 04 Aug 2024, 05:33 PM
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদরের ঢাকা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিকালে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন সাংবাদিকদের বলেন, “হাসপাতালে দুইজনের মৃতদেহ আনা হয়েছিল।”
তিনি হলেন- উপজেলার ধারাবাহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও শিলঘাটের সানি আহমেদ (১৮)।
এ ছাড়া উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিত গ্রামের বাসিন্দা ও গোলাপগঞ্জ বাজারের তানজিনা সুজের মালিক নাজমুল ইসলাম নিহত হয়েছেন।
তার বাবা তৈয়ব আলী সাংবাদিকদের বিষয়টি জানিয়েছে।
এ ছাড়া মিনহাজ (২২) এবং গাউস (৪০) নামে দুজনের গুলিবিদ্ধ মরদেহ মর্গে আনা হয়েছে বলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন।
তিনি বলেন, “হাসপাতালে এখন পর্যন্ত ৬২ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন গুরুতর আহত রয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টায় উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ সেখানে যাওয়ার চেষ্টা করে। আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া করলে তারা স্থান ত্যাগ করেন।
পরে অতিরিক্ত পুলিশ এসে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধলে পুলিশ গুলি করে। এতে অনেকে গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে জানতে গোলাপগঞ্জ থানার ওসির ব্যবহৃত মোবাইল নম্বরে নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি সাড়া দেননি।
এদিকে, সিলেট নগরীতে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা ঘটে।