তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
Published : 02 Jan 2025, 06:33 PM
খুলনা পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ নূর আজিমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের সদস্যরা বুধবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জনান অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
নূর আজিম খুলনা নগরের টুটপাড়া এলাকার শানু মহুরীর ছেলে।
অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ বৃহস্পতিবার বলেন, রাতেই নূর আজিমকে খুলনায় আনা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। নতুন করে খুলনা সদর থানায় আরও একটি অস্ত্র মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
একই সঙ্গে নূর আজিমের ‘অন্যতম সহযোগী’ রিয়াজুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তারের পর আজিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি একনলা বন্দুক, চারটি বন্দুকের গুলি, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নূর আজিম কিশোর অপরাধীদের সংগঠিত করে ২০১৬ সালের দিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হন। তিনি মাদক বিক্রিসহ নানা অপরাধমূলক কাজ করতেন। একটি অস্ত্র মামলায় আজিমের পাঁচ বছরের জেল হয়। আপিলে বের হয়ে আবার একটি হত্যা মামলার আসামি হন। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন।