এ উপলক্ষে দুই দিন আগে থেকে ঝামা বাজারে বসে গ্রামীণ মেলা।
Published : 25 Oct 2023, 11:46 PM
মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এ উপলক্ষে দুই দিন আগে থেকে ঝামা বাজারে বসে গ্রামীণ মেলা।
বুধবার বিকালে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ঝামা বাজার সংলগ্ন এলাকায় নৌকাবাইচ দেখতে নদীর দুপাড়ে নামে মানুষের ঢল।
বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার।
প্রতিবছর দুর্গাপূজার দশমীর পরের দিন এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন।
তিনি জানান, নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ছয়টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে আশপাশের উপজেলা থেকে কয়েক হাজার মানুষ নদীপাড়ে ভিড় করেন।
নৌকাবাইচ প্রতিযোগিতায় মহম্মদপুর উপজেলার আতর আলীর নৌকা প্রথম হয়ে ১০ হাজার টাকা, নড়াইলের কামরুল মিয়ার নৌকা দ্বিতীয় হয়ে আট হাজার এবং মহম্মদপুরের আতিয়ার মোল্লার নৌকা তৃতীয় হয়ে ছয় হাজার টাকা পুরস্কার পান।