চুয়াডাঙ্গায় বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত, আহত ৬

যাত্রীদের বরাতে স্টেশন অফিসার জাহাঙ্গীর বলেন, গাড়িটি দ্রুতগতিতে যাচ্ছিল। ওভারটেক করার সময় সেটি পাশের খাদে উল্টে পড়ে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2023, 05:42 AM
Updated : 16 May 2023, 05:42 AM

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং ছয় জন আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ গ্রাম এলাকায় পূর্বাশা পরিবহন নামের একটি বাস এ দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার।

নিহত সোহাগ আলী (২৫) চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের ইসলামপাড়ার তাহসান ইসলাম বাবুর ছেলে। তিনি ওই বাসটির সুপারভাইজার ছিলেন।

জাহাঙ্গীর আলম সরকার জানান, গাড়িটি রাত ১১টার কিছু পরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ গ্রাম অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।

যাত্রীদের বরাতে স্টেশন অফিসার জাহাঙ্গীর বলেন, “গাড়িটি দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় ওভারটেক করার সময় পাশের খাদে উল্টে পড়ে।

“এতে ঘটনাস্থলেই মারা যান সাগর আলী। আহত হন ছয়জন যাত্রী। ”

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের সহকারী শফি আহমেদ জানান, হাসপাতালে যারা এসেছিলেন, তারা শঙ্কামুক্ত আছেন।