এর আগে শনিবার মধ্যরাতে সদর উপজেলার লালপোল এলাকায় কভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
Published : 19 Nov 2023, 09:16 PM
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের মধ্যে ফেনী সদর উপজেলায় এবার যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে উপজেলার মহিপাল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফেনী স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ফেনী-নোয়াখালী পথে চলাচলকারী সুগন্ধা পরিবহনের বাসটি পুড়ে গেছে।
মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।
ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান জানান, হরতালে সড়ক-মহাসড়কে নাশকতা এড়াতে ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একাধিক দল কাজ করছে। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সদস্যরা টহলে আছেন।
এর আগে টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শনিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় মালবাহী একটি কভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।