পুলিশ জানায়, ট্রেন আসা দেখে অন্যরা থেমে গেলেও তারা দ্রুতগতিতে রেল ক্রসিং পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধার সাঘাটায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
গাইবান্ধা-সাঘাটা সড়কের বটতলা পোড়াগ্রাম এলাকায় মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে সাঘাটা থানার এসআই জহুরুল ইসলাম জানান।
নিহতরা হলেন জাহিদ মিয়া (৩৫) ও আব্দুল আব্দুল ওয়াহেদ (৫০)। জাহিদ মিয়ার বাড়ি ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী এবং আব্দুল ওয়াহেদের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহীরা বাদিয়াখালী বাজার থেকে সাঘাটা উপজেলার ভরতখালি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা যান।
ট্রাকটি আটক করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছেন বলে এসআই জহুরুল ইসলাম জানান।