১২ কেজির সিলিন্ডার গ্যাস ১৪৫০ টাকায় পাইকারি বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়; যেখানে সরকার নির্ধারিত মূল্য ১২৮৪ টাকা।
Published : 10 Jan 2024, 01:01 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রয় দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার উপজেলায় শহরে অভিযান চালানো হয় বলে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান ।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যে তদারকি করার সময় মেসার্স জীবননগর গ্যাস হাউজে ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১৪৫০ টাকায় পাইকারি বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়; যেখানে সরকার নির্ধারিত মূল্য ১২৮৪ টাকা।
এ ছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো মূল্যতালিকা প্রদর্শনও করা হয়নি। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানের মালিক ইকবাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অন্যদিকে মেসার্স মিনহাজ গ্যাস ঘরে গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন না করা ও পাইকারি ও খুচরা গ্যাস বিক্রয়ের রসিদ প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জেলা পুলিশের একটি দল।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]